ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ২ ১৪৩১

বিজয় দিবসে রমনায় দর্শনার্থীদের ভিড়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৬ ডিসেম্বর ২০২৪  
বিজয় দিবসে রমনায় দর্শনার্থীদের ভিড়

মহান বিজয় দিবসে জাতীয় পতাকা, মাথায় বাংলাদেশের মানচিত্রের ব্যান্ডেনা, গায়ে লাল-সবুজ রঙয়ের পোশাক পরে সঙ্গে রমনা পার্কে ভিড় করেন শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ।

সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর থেকে রমনায় শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

বাবা-মায়ের সঙ্গে রমনায় আসে ১২ বছরের আবুল কালাম নিরব।এবারই প্রথম তার বাবা-মায়ের সঙ্গে এখানে আসা।

নিরব বলেন, ‘‘বাবা মায়ের কাছে মুক্তিযুদ্ধ ও বিজয়ের অনেক গল্প শুনেছি। আজ ঢাকায় এসেছি রংপুর থেকে। ঢাকায় ছুটে এসে সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রমনায় ঘুরতে এসেছি। রমনায় ঘুরতে এসে ভালোই লাগছে।’’

দুই সন্তান নিয়ে রমনায় এসেছেন মিফতাহুল জান্নাত তমা ও আশরাফুল ইসলাম জয় দম্পতি। জয় বলেন, ‘‘আজ সোহারাওয়ার্দী উদ্যান, সাভার ঘুরে এসেছি। আমাদের আজকের শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আজকের শিশুরা আগামীর প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরবে। এজন্য বিভিন্ন জায়গা ঘুরে দেখিয়েছি। শিশুরা যেন মুক্তিযুদ্ধ সম্পর্কে ভুল ধারণা না পায় এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে সে জন্য ছেলে-মেয়েদের নিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজরিত স্থানগুলোতে এসেছি।’’

ঘুরতে আসা অভিভাবক কামরুল ইসলাম বলেন, ‘‘আজকের শিশুরা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে চায়, মুক্তিযুদ্ধের ইতিহাস শুনতে চায়। নিজের ইচ্ছাতেই তারা সাভার, সোহরাওয়ার্দী উদ্যান ঘুরে এখানে এসেছে।’’

ঢাকা/এএএম/এসবি


সর্বশেষ

পাঠকপ্রিয়