আড়াই ঘণ্টা পর রেললাইন ছাড়লেন শ্রমিকরা, ট্রেন চলাচল শুরু
আড়াই ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ শুরু হয়
বকেয়া বেতন ও চাকরি নিয়মিত করার দাবিতে ঢাকার কারওয়ান বাজারে রেললাইন অবরোধ করার আড়াই ঘণ্টা পর সরে গেছেন রেলওয়ের অস্থায়ী কর্মীরা। তাদের কর্মসূচি প্রত্যাহার করার পর কমলাপুরের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিক্ষোভ শুরু করেন বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় কার্যালয়ে গেটকিপার, ওয়েম্যানরা। আগামী ১৯ ডিসেম্বরের মধ্যে বকেয়া বেতন দেওয়ার আশ্বাসের পর দুপুর সাড়ে ১২টার পর তারা রেলপথ ছাড়েন।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন রাইজিংবিডিকে রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
আনোয়ার হোসেন নামে আন্দোলনরত এক কর্মী বলেন, “পাঁচ মাসের বকেয়া বেতন ও চাকরি নিয়মিতকরণের দুই দফা দাবিতে রেললাইন অবরোধ করা হয়। বৃহস্পতিবারের মধ্যে আমাদের বকেয়া বেতন দেওয়ার কথা বলা হয়েছে। এই সময়ের মধ্যে বেতন না পেলে রবিবার থেকে আমরা কঠোর কর্মসূচিতে যাব”
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপিসহ বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান পাননি রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। পরে ১৭ ডিসেম্বর সকাল থেকে কর্ম বিরতির সিদ্ধান্ত নেন তারা ৷
এর আগে গত ২৫ মার্চ এসব অস্থায়ী কর্মীরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন।
ঢাকা/হাসান/ইভা