ঢাকা     মঙ্গলবার   ১৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

ফুটপাতে উঠে বৃদ্ধকে চাপা দিল প্রাইভেটকার

প্রকাশিত: ১৭:৪৮, ১৭ ডিসেম্বর ২০২৪  
ফুটপাতে উঠে বৃদ্ধকে চাপা দিল প্রাইভেটকার

রাজধানীর মুগদায় প্রাইভেটকারের ধাক্কায় মোশারফ হোসেন তালুকদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে মান্ডা সওদাগর মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মুগদা থানার এস আই মোহাম্মদ সাদ্দাম হোসেন বলেন, ‘‘আমরা খবর পেয়ে মুগদা হাসপাতালের জরুরি বিভাগের ট্রলির ওপর থেকে রাত ১২টার দিকে মরদেহ উদ্ধার করি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘‘আমরা খোঁজখবর নিয়ে জানতে পারি, নিহত বৃদ্ধ একজন হকার ছিলেন। তিনি ফুটপাতে দুই চাকা ভ্যানে করে প্লাস্টিকের খেলনা বিক্রি করতেন। গতকাল রাত সাড়ে ৮ টার দিকে বেপরোয়া একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর তাকে চাপা দেয় এতে গুরুতর আহত হন তিনি। পরে এলাকার লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।’’

নিহত মোসারোফের ভাতিজা জাহিদ হাসান বলেন, ‘‘চাচা মান্ডা ফুটপাতে প্লাস্টিকের খেলনা ফেরি করে বিক্রি করতেন। গতকাল রাতে ফুটপাতে ভ্যান নিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি প্রাইভেটকার চাচাকে চাপা দেয়।এতে আমার চাচা গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত বলে জানান।’’

ঢাকা/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়