ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৮, ১৭ ডিসেম্বর ২০২৪  
আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, আহত ১৫

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় পৌর শহরের শান্তিনগর ও শ্যামনগর গ্রামের মানুষের মধ্যে সংঘর্ষটি হয় বলে জানিয়েছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। 

আহতরা হলেন- আলমাস মিয়া (৪৮), সালাউদ্দিন (৪০), রানা (১৭), রায়হান (২৫), গোলাপ মিয়া (৪৫), বাদশা মিয়া (৫৫), খোকন মিয়া (২২), আমজাদ (৩০), জাহানারা (৫২) ও জোসনাসহ (৩২) ১৫ জন। গুরুতর আহত আলমাস, সালাউদ্দিন ও রানাকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেলে আখাউড়া পৌর শহরের শান্তিনগর পাটের অফিস এলাকায় বালু মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই সূত্র ধরে সন্ধ্যায় দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। 

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, ‍“সংঘর্ষে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি।”

ঢাকা/মাইনুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়