ঢাকা     বৃহস্পতিবার   ১৯ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

ব্যাংক ডাকাতির চেষ্টা

ডাকাতদের ২ জন অপ্রাপ্তবয়স্ক, আরেকজনের বয়স ২২

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৪, ১৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২০:২৭, ১৯ ডিসেম্বর ২০২৪
ডাকাতদের ২ জন অপ্রাপ্তবয়স্ক, আরেকজনের বয়স ২২

ঢাকার কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকে হানা দেওয়া ডাকাতরা সাড়ে ৩ ঘণ্টা পর আত্মসমর্পণ করেছে। জিম্মিদশা থেকে অক্ষত অবস্থায় মুক্ত হয়েছেন গ্রাহক-কর্মীদের সবাই।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে ঢাকা জেলার পুলিশ সুপার আহম্মদ মুঈদ রাইজিংবিডিকে বলেন, “আত্মসমর্পণ করা ৩ জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদের মধ্যে ২ জন অপ্রাপ্তবয়স্ক। আর একজনের বয়স ২২ বছর।”

আহম্মদ মুঈদ আরো বলেন, ‌‌‘‘ডাকাতরা কোনো গোষ্ঠীর সঙ্গে বা কি কারণে, কেন এ ঘটনার সঙ্গে জড়িত তা নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করছি। এ বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।”

আরো পড়ুন:

র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “রূপালী ব্যাংকে ঢুকে ১৫ লাখ টাকা দাবি করা তিন ডাকাত ৩টি আগ্নেয়াস্ত্রসহ যৌথবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছে। তাদেরকে কেরাণীগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়েছে।”

এর আগে দুপুরে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকের শাখায় ঢুকে পড়ে সংঘবদ্ধ ডাকাত দলের তিন সদস্য। সেখানে তারা গ্রাহক-কর্মকর্তাসহ ১২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে। বিষয়টি জানতে পেরে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাংক ভবন ঘিরে ফেলে। এ সময় বিপুলসংখ্যক মানুষ সেখানে উপস্থিত হয়। একপর্যায়ে জিম্মিদের মুক্তির বিনিময়ে নিজেদের ‘সেফ এক্সিট’ দাবি করে ডাকাত দল। পরে আলোচনার মাধ্যমে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে তারা।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়