ঢাকা     শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

যোগ দি‌লেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুর রউফ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৯ ডিসেম্বর ২০২৪  
যোগ দি‌লেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক আব্দুর রউফ

আনুষ্ঠা‌নিকভা‌বে কা‌জে যোগ দি‌য়ে‌ছেন মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তি‌নি যোগদান করেন। প‌রে বিকাল ৪ টায় মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে মহাপরিচালকের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে জুলাই-আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সব শহীদ ও আহতদের স্মরণে শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে নতুন বাংলাদেশের সমৃদ্ধি এবং মৎস্য অধিদপ্তর এর কার্যক্রমকে সবার সহযোগিতায় আরো গতিশীল করার নিমিত্ত দোয়া অনুষ্ঠান সম্পন্ন হয়।

বিসিএস (মৎস্য) ক্যাডারের ড. মো. আব্দুর রউফ অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত মৎস্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্ব প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ১৭ ডিসেম্বর ২০২৪ মো. হাসানুজ্জামান (উপ সচিব) এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।

ড. মো. আবদুর রউফ বিসিএস (মৎস্য) ক্যাডারের একজন সদস্য। তিনি ১৯৯৩ সালে ১১তম বিসিএস এর মাধ্যমে বিসিএস (মৎস্য) ক্যাডারে থানা মৎস্য কর্মকর্তা হিসেবে মৎস্য অধিদপ্তরে যোগদান করেন। সুদীর্ঘ চাকরি জীবনে তিনি মৎস্য অধিদপ্তরের উপজেলা মৎস্য কর্মকর্তা, গবেষণা কর্মকর্তা, খামার ব্যবস্থাপক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, জেলা মৎস্য কর্মকর্তা, উপপরিচালক (সামুদ্রিক), উপপরিচালক (চিংড়ি), উপপরিচালক (প্রশাসন), প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা (মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) এবং অতিরিক্ত মহাপরিচালক হিসেবে সফলতা ও দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন। তিনি সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবে বিভিন্ন শিক্ষা সফর ও প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য থাইল্যান্ড, নেপাল, ভারত ও জার্মানিতে ভ্রমণ করেন এবং বিভিন্ন কনফারেন্স ও ওয়ার্কশপে দেশের প্রতিনিধিত্ব করেন।

ড. মো. আবদুর রউফ ১৯৬৭ সালের ১ জানুয়ারি শেরপুর জেলার শেরপুর সদর উপজেলার কামারের চর ইউনিয়নের ডুবার চর নামক গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

শিক্ষাজীবনে তিনি কামারের চর উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮১ সালে এসএসসি, শেরপুর সরকারি কলেজ হতে ১৯৮৩ সালে এইচএসসি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এর মাৎস্য বিজ্ঞান অনুষদ হতে ১৯৮৭ সালে বিএসসি ফিশারিজ (সম্মান) ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে তিনি একই অনুষদ হতে ২০০৮ সালে এমএস ডিগ্রি অর্জন করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে সম্মানজনক পিএচডি ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়