সংবাদ সম্মেলনে এসপি মুঈদ
কিডনি রোগীকে বাঁচাতে ব্যাংক ডাকাতির চেষ্টা
কেরাণীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার হওয়া তিন যুবক। ছবি: ভিডিও থেকে নেওয়া
ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ডাকাতি করতে আসা ৩ যুবক এক মুমূর্ষু রোগীকে বাঁচাতে ডাকাতির চেষ্টা করেন বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে কেরাণীগঞ্জ মডেল থানায় আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
আটককৃতদের বরাত দিয়ে এসপি বলেন, ‘‘মুমূর্ষু একজন রোগীকে (কিডনি সমস্যায় অসুস্থ) বাঁচাতে ব্যাংকে ডাকাতি করতে আসেন ৩ যুবক। তারা মুভি দেখে এমন একটি অ্যাডভেঞ্চার হিসেবে ডাকাতি করতে আসেন বলে আমাদের কাছে মনে হয়েছে। তবে তারা যে রোগীর ঠিকানা দিয়েছেন সেটি যাচাই-বাছাই চলছে। আদৌ সত্য কি না তা পুলিশ খতিয়ে দেখছে। তাদের অপরাধী বলা যায় না। তারা হয়তো মিস গাইডেড।”
তিনি বলেন, “ঘটনার শুরু থেকেই আইজিপি স্যার লাইভে এসে আমাদের নির্দেশনা দিয়েছেন। তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন কোনো হতাহতের ঘটনা ছাড়া যেন অভিযান শেষ হয়। এজন্য ডাকাতদের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলেছি। ডাকাতদের আইজিপি স্যারের সঙ্গেও কথা বলিয়ে দেওয়া হয়েছিল।”
কেরাণীগঞ্জ মডেল থানায় আয়োজিত ব্রিফিংয়ে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ
এর আগে বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকে। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাতির বিষয়ে জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন। এরপর পুলিশ, সেনাবাহিনী ও র্যাব এসে উপস্থিত হয়। এদিন সন্ধ্যা সাড়ে ৫টার দিকে যৌথবাহিনীর ডাকে সাড়া দিয়ে আত্মসমর্পণ করে ডাকাতরা।
ঢাকা/শিপন/সাইফ