ঢাকা     শুক্রবার   ২০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৫ ১৪৩১

পোস্তগোলায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১১:৩২, ২০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৯, ২০ ডিসেম্বর ২০২৪
পোস্তগোলায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

ফাইল ফটো

রাজধানীর পোস্তগোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোহাম্মদ রিয়াদ (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রিয়াদ ভোলা সদর উপজেলার পশ্চিম চরকালী গ্রামের আব্বাস আলীর ছেলে। তিনি ঢাকার শ্যামপুরে ভাড়া বাসায় থাকতেন ও কিংস্টল জুতা তৈরির কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

কিংস্টল কারখানার সুপারভাইজার অরূপ সাহা বলেন, ‘‘গত রাতে রিয়াদের নাইট ডিউটি ছিল। মেশিনে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্টে অচেতন হয়ে পড়ে। দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, ‘‘পোস্তগোলায় জুতা তৈরির কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শ্যামপুর থানাকে অবগত করা হয়েছে।’’

ঢাকা/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়