উত্তরায় রেস্তোরাঁয় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরার ১২ নম্বরের সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়
রাজধানীর উত্তরায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে উত্তরার ১২ নম্বরের সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো জানা যায়নি।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনারুল ইসলাম দোলন বলেছেন, “সকাল ১০টা ৩৮ মিনিটের দিকে আমাদের কাছে সংবাদ আসে যে, উত্তরা ১২ নম্বর সেক্টরে লাভলীন রেস্টুরেন্টে আগুন লেগেছে। প্রথমে আমাদের আটটি ইউনিট ঘটনাস্থলে যায়। বর্তমানে সেখানে নয়টি ইউনিট কাজ করছে।”
ঢাকা/মাকসুদ/রফিক