ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

রুবি গজনবী পুরস্কার পেলো নারীপক্ষ

প্রেস বিজ্ঞপ্তি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ২২ ডিসেম্বর ২০২৪  
রুবি গজনবী পুরস্কার পেলো নারীপক্ষ

বীরাঙ্গনা সংশ্লিষ্ট কাজে অবদানের জন্য ২০২৩ সালের ‘রুবী গজনবী অ্যাওয়ার্ড ফর সোশ্যাল জাস্টিস’ পুরস্কার পেয়েছে নারী অধিকার সংগঠন ‘নারীপক্ষ’।

শনিবার (২১ ডিসেম্বর) ঢাকার ব্র্যাক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। 

অনুষ্ঠানের সূচনা হয় বিশিষ্ট শিল্পী ফরিদা পারভীনের সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য দেন প্রফেসর নায়লা কবির ও প্রফেসর পারভীন হাসান এবং অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ব্যারিস্টার সারা হোসেন ও নারীপক্ষের পক্ষে বক্তব্য দেন প্রফেসর ফিরদৌস আজিম।

এ,ছাড়া ২০২৪ সালের রুবি গজনবী পুরস্কারের জন্য ‘মোনঘর’কে মনোনয়নের ঘোষণা দেওয়া হয়।
এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের বোর্ড ফাউন্ডেশনের প্রয়াত চেয়ারপারসন রুবি গজনবীর জীবন ও কাজের স্মরণে এই পুরস্কারটি ২০২৩ সালে চালু করা হয়। রুবি গজনবী তার জীবনের অনেকটা অংশই নিয়োজিত করেছিলেন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার সংরক্ষণ এবং বাংলাদেশ চারুশিল্পের ঐতিহ্যের সংরক্ষণ এবং তথায় নিয়োজিত চারুশিল্পীদের জীবন উন্নয়নে। তিনি মানবাধিকার, নারীর ক্ষমতায়ন এবং শিশু সুরক্ষায় নিয়োজিত বিভিন্ন সংস্থার কাজ করেছেন এবং ১৯৭১ সালের বীরাঙ্গানাদের মর্যাদা ও কল্যাণকর কাজে বলিষ্ঠ অবদান রেখেছিলেন। এই পুরস্কারের উদ্দেশ্য হচ্ছে ব্যক্তি ও সংস্থার ব্যতিক্রমী কাজের স্বীকৃতিস্বরূপ, যা রুবি গজনবীর ধারণকৃত মূল্যবোধের সঙ্গে সংশ্লিষ্ট।

বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গণিত শিক্ষায় কৃতিত্বের জন্য এই ফাউন্ডেশনের শিক্ষার্থীদের স্বর্ণপদক ও বৃত্তি প্রদান করে থাকে। ফাউন্ডেশনের পক্ষ থেকে অন্যান্য প্রতিষ্ঠানেও গণিতে উৎকৃর্ষের জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হয়। ২০১৪ সালের ডিসেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুসজ্জিত ৮ তলাবিশিষ্ট ‘এএফ মুজিবুর রহমান গণিত ভবন’ নির্মাণ ও হস্তান্তর করা হয়। 

ফাউন্ডেশন ২০১৩ সাল থেকে গণিত সোসাইটির ‘জাতীয় স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াডের’ সম্পূর্ণ পৃষ্ঠপোষকতার দায়িত্ব গ্রহণ করেছে।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়