ঢাকা     রোববার   ২২ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

আঞ্চলিক কানেক্টিভিটি তৈরিতে বাংলাদেশ-ভারত বোঝাপড়া দরকার: জাপান রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৭, ২২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৪:৫৩, ২২ ডিসেম্বর ২০২৪
আঞ্চলিক কানেক্টিভিটি তৈরিতে বাংলাদেশ-ভারত বোঝাপড়া দরকার: জাপান রাষ্ট্রদূত

কক্সবাজারের মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর দিয়ে এই অঞ্চলে কানেক্টিভিটি (যোগাযোগ) আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনিরো।

রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ-বিআইআইএসএসে আয়োজিত এক সেমিনারে তিনি এ অভিমত দেন। 

তবে এই কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার বলে মত দিয়েছেন তিনি।

‘বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে বিআইআইএসএস ও ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকস (আইডিই-জেট্রো)। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালীর মাতারবাড়ীতে চলছে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ। ২০২৯ সালের মধ্যে এ সমুদ্রবন্দরের দ্বিতীয় পর্বের কাজ শেষ হবে। ২০৩০ সাল থেকে এই বন্দরে বাণিজ্যিকভাবে পণ্যবাহী জাহাজ (মাদার ভেসেল) চলাচল শুরু করবে বলে আশাবাদী সরকার।

জাপানের রাষ্ট্রদূত বলেন, “মাতারবাড়ী বন্দর দিয়ে এই অঞ্চলে কানেক্টিভিটি আরও জোরদার হবে আশা করি।  এই কানেক্টিভিটি জোরদারে বাংলাদেশ-ভারতের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া থাকা দরকার।”

সেমিনারের উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য রাখেন বিআইআইএসএসের চেয়ারম্যান রাষ্ট্রদূত এএফএম গাওসুল আজম সরকার ও মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস।

ঢাকা/হাসান/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়