ঢাকা     সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৮ ১৪৩১

মধুমতি মডেল টাউন: উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪৮, ২২ ডিসেম্বর ২০২৪  
মধুমতি মডেল টাউন: উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে সমাবেশ

ঢাকার সাভার উপজেলায় মধুমতি মডেল টাউন প্রকল্প উচ্ছেদের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন প্লট মালিকসহ সেখানে বসবাসকারীরা। উপজেলার আমিনবাজারে প্রকল্পটির সামনে ঢাকা–আরিচা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

শনিবার মধুমতি মডেল টাউনের মূল ফটকের সামনে জড়ো হন মধুমতি মডেল টাউনের প্লটের মালিক ও সেখানে বসবাসকারীরা। সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেন। পরে তারা আবাসন প্রকল্পসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচামুখী লেনের পাশে মানববন্ধন করেন।

প্লট মালিক পক্ষের দাবি, গত ২০-২৫ বছর ধরে ঘর, বাড়ি নির্মাণ করে তারা বসবাস করছেন। ২০০৪ সালে মধুমতি মডেল টাউন প্রকল্পের বিষয়ে বাংলাদেশ পরিবেশবিদ আইনজীবী সমিতি (বেলা) একটি রিট দায়ের করে। এর আগেই বেশিরভাগ প্লট মালিকরা জমি কিনেছেন। ২০০৫ সালে উক্ত মামলায় রায়ে মধুমতি মডেল টাউন প্রকল্পকে অবৈধ ঘোষণা করে প্লট ক্রেতাদের স্বার্থ সংরক্ষণ করার কথা বলা হয়। উক্ত রায়ে প্রকল্প বৈধ করার রাস্তা খোলা রাখা হয়। এই রায়ের প্রেক্ষিতে প্রকল্প অনুমোদনের জন্য প্রয়োজনীয় ৯ টি ছাড়পত্রের মধ্যে ৮টি সংগ্রহ করা হয়। কিন্তু উক্ত রায়ের বিরুদ্ধে আপিল করে বেলা। আপিলের রায়ে মধুমতিকে অবৈধ ঘোষণা করা হয় এবং প্লট মালিকদের জমাকৃত অর্থের দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয়। কিন্তু গত একযুগে একটি টাকাও ক্ষতিপূরণ দেওয়া হয়নি।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়