ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বায়ুদূষণ রোধে রাস্তায় পানি ছিটাচ্ছে ডিএসসিসি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৯, ২৪ ডিসেম্বর ২০২৪  
বায়ুদূষণ রোধে রাস্তায় পানি ছিটাচ্ছে ডিএসসিসি 

রাজধানীতে বায়ুদূষণ কমানোর লক্ষ্যে রাস্তায় ধুলো কমাতে গত ১ ডিসেম্বর থেকে পানি ছিটাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। প্রতিদিন সকাল ৬টা থেকে ১০টা ও বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গাড়ির মাধ্যমে পানি ছিটানোর কার্যক্রম চলছে। পরবর্তী নির্দেশ পর্যন্ত তা চলবে।

যেসব রাস্তায় পানি ছিটানো হচ্ছে
আব্দুল গনি রোড (সচিবালয় রাস্তা), কলেজ রোড, নগর ভবনের সামনে রাস্তা, কাকরাইল মসজিদ থেকে হাইকোর্ট মোড়, হেয়ার রোড, বেইলি রোড, মিন্টো রোড (রাস্তার উভয় পাশে)। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে বাংলা মোটর পর্যন্ত। দোয়েল চত্বর থেকে শহীদ মিনার পর্যন্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে টিএসসি পর্যন্ত, নীলক্ষেত, ঢাকা কলেজের সামনের রাস্তা, জিগাতলা, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর রোড হয়ে নিউ মডেল ডিগ্রি কলেজ পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। 

কমলাপুর স্টেডিয়াম থেকে খিলগাঁও ফ্লাইওভার পর্যন্ত,  নটরডেম কলেজ থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত, শাহজাহানপুর মোড় থেকে ফকিরাপুল হয়ে মতিঝিল আইডিয়াল স্কুল পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। 

মতিঝিল শাপলা চত্বর থেকে পল্টন মোড় হয়ে গুলিস্তান  জিরো পয়েন্ট হয়ে বঙ্গভবন পর্যন্ত। মালিবাগ মোড় হয়ে শান্তিনগর হয়ে বিজয় নগর হয়ে পল্টন মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। 

ফুলবাড়িয়া হয়ে নর্থ সাউথ রোড ও তাঁতিবাজার এবং বাবুবাজার ব্রিজ হয়ে কোর্ট-কাচারীসহ বাহাদুর শাহ পার্ক পর্যন্ত (রাস্তার উভয় পাশে)। 

কমলাপুর স্টেডিয়াম থেকে গোলাপবাগ, ধলপুর, সায়েদাবাদ জনপথ মোড়, যাত্রাবাড়ী, জুরাইন হয়ে পোস্তগোলা মোড় পর্যন্ত (রাস্তার উভয় পাশে)।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়