ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

বাংলা একাডেমি: ৬ সাহিত্য পুরস্কার ও ৭ ফেলোশিপ ঘোষণা

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৩৪, ২৬ ডিসেম্বর ২০২৪
বাংলা একাডেমি: ৬ সাহিত্য পুরস্কার ও ৭ ফেলোশিপ ঘোষণা

বাংলা একাডেমি

বাংলা একাডেমি পরিচালিত ৬টি সাহিত্য পুরস্কার এবং ৭টি সাম্মানিক ফেলোশিপ ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় এ পুরস্কার ও ফেলোশিপ আনুষ্ঠানিকভাবে দেওয়া হবে।

এ বছর ‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন সদ্যপ্রয়াত অনুবাদক ও গবেষক মোহাম্মদ হারুন-উর-রশিদ।

আরো পড়ুন:

‘সাহিত্যিক মোহম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন প্রাবন্ধিক-গবেষক ড. ওয়াকিল আহমদ।

‘কবীর চৌধুরী শিশুসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন শিশুসাহিত্যিক আবু সালেহ।

‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন নাট্যজন নায়লা আজাদ।

‘আবু রুশদ সাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক নাসিমা আনিস। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

এ বছর সামগ্রিক অবদানের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুশান্ত মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য দুই লাখ টাকা।

এছাড়া অনূর্ধ্ব ৪৯ বছর বয়সী লেখকদের মধ্যে ২০২৩ সালে প্রকাশিত ‘রাইমঙ্গল’ উপন্যাসের জন্য ‘রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার ২০২৪’-এ ভূষিত হয়েছেন কথাসাহিত্যিক সুমন মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা।

বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ‘বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪’ ঘোষণা করা হয়েছে।

এ বছর ফেলোশিপ প্রাপ্তরা হলেন-মুক্তিযুদ্ধে মঈদুল হাসান, ইতিহাসে রিচার্ড এম ইটন, চিকিৎসা বিজ্ঞানে অধ্যাপক ডা. সায়েবা আখ্তার, বিজ্ঞানে ড. ফেরদৌসী কাদরী, ভাষা গবেষণায় সুগত চাকমা এবং শিল্পকলায় শহিদুল আলম ও শম্ভু আচার্য।

শনিবার বাংলা একাডেমির সাধারণ পরিষদের ৪৭তম বার্ষিক সভায় আনুষ্ঠানিকভাবে সাম্মানিক ফেলোশিপ দেওয়া হবে। সকাল ৯টায় বাংলা একাডেমি প্রাঙ্গণে সভার কার্যক্রম শুরু হবে। এতে বাংলা একাডেমির মহাপরিচালক ২০২৩-২০২৪ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন এবং একাডেমির সচিব ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট অবহিত করবেন।

পরে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭জন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা একাডেমি সাম্মানিক ফেলোশিপ ২০২৪ এবং আরো ৭ জনকে বাংলা একাডেমি পরিচালিত ৬টি পুরস্কার দেওয়া হবে।

ঢাকা/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়