ঢাকা     বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১১ ১৪৩২

সচিবালয়ের সাত নম্বর ভবনের ৪ ফ্লোর পুড়ে ছাই

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৩, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৫, ২৬ ডিসেম্বর ২০২৪
সচিবালয়ের সাত নম্বর ভবনের ৪ ফ্লোর পুড়ে ছাই

সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত পুড়ে ছাই হয়েছে

প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আছে অনেকগুলো বহুতল ভবন। এর মধ্যে সাত নম্বর ভবনে আছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ও বিভাগের অফিস। বুধবার দিবাগত রাত ১টা ৫২ মিনিটে এই ভবনে আগুন লাগে। এতে ষষ্ঠ থেকে নবম তলা পর্যন্ত পুড়ে ছাই হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে আগুন নিয়ন্ত্রণে আসার পর দুপুরে ঘটনাস্থল পরিদর্শনকালে এ চিত্র দেখা গেছে। 

সাত নম্বর ভবনের ষষ্ঠ তলায় আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সপ্তম তলায় স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ। অষ্টম তলায় স্থানীয় সরকার বিভাগের কিছু অংশ এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের কিছু অংশ। নবম তলায় আছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।

আরো পড়ুন:

এ চার ফ্লোরের কিছু কিছু জায়গায় দেয়ালের পলেস্তারা খসে পড়েছে। সিঁড়ি ধসে গেছে। ছড়িয়ে-ছিটিয়ে আছে ভাঙা কাচের টুকরো। ভবনের দক্ষিণ পাশে পড়ে আছে কয়েকটি কবুতর। 

আগুন নিয়ন্ত্রণে আসার পর সকালে ভবন পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে আসেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার কার্যালয় পরিদর্শন করে বলেছেন, “আমাদের সব শেষ হয়ে গেছে।” এ সময় নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন তাকে সান্ত্বনা দেন।  

ভবনের মাঝখানের সিঁড়ি দিয়ে ওপরে ওঠার সময় দেখা গেছে, পানি ও ছাইয়ের মিশ্রণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। তবে, নিচতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত আগুনে তেমন কোনো ক্ষতি হয়নি।

আগুন নেভানোর পর থেকে ভবনটি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গুরুত্বপূর্ণ ব্যক্তি ছাড়া কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। পুড়ে যাওয়া অংশ থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন আইনশৃঙ্খলা বাহিনী এবং বিভিন্ন গোয়োন্দা সংস্থার সদস্যরা।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়