ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে জীবনপ্রদীপ নিভে গেল নয়নের 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২২, ২৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:২৪, ২৬ ডিসেম্বর ২০২৪
সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে জীবনপ্রদীপ নিভে গেল নয়নের 

সচিবালয় ও ওসমানী স্মৃতি মিলনায়তনের মাঝখানের সড়কে লেগে আছে ফায়ার ফাইটার নয়নের রক্ত

প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে লাগা আগুন নেভাতে গিয়ে জীবনপ্রদীপ নিভে গেছে ফায়ার ফাইটার সোয়ানুর জামান নয়নের। সচিবালয় ও ওসমানী স্মৃতি মিলনায়তনের মাঝখানের সড়কে লেগে আছে তার রক্ত। এর পাশেই পড়ে আছে নয়নের ব্যবহার করা হেলমেট। ইট, পাথর ও বালু দিয়ে এসব আলামত চিহ্নিত করে রাখা হয়েছে। 

বুধবার দিবাগত রাত ১টা ৫০ মিনিটে সচিবালয়ের সাত নম্বর ভবনে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় ট্রাকচাপায় আহত হন তেজগাঁও ফায়ার স্টেশনের স্পেশাল ফাইটার নয়ন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

নয়নের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তিনি দুই বছর ধরে ফায়ার সার্ভিসে কর্মরত ছিলেন।  

নয়নের দুই সহকর্মী জানিয়েছেন, বুধবার দিবাগত রাত ২টা ৪০ মিনিটে তেজগাঁও ফায়ার স্টেশনে সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে প্রস্তুতি নিয়ে সচিবালয়ে আগুন নেভাতে আসেন নয়নসহ ১০ জন ফায়ার ফাইটার। ওসমানী মিলনায়তনের সামনে ফায়ার সার্ভিসের পাম্প থেকে ডেলিভারি হোস পাইপ খুলে সচিবালয়ে নিয়ে যাওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক চাপা দেয় নয়নকে। গুরুতর আহত নয়নকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

সচিবালয়ের দুই নম্বর গেটের সামনে ইট, পাথর ও বালু দিয়ে চিহ্নত করে রাখা হয়েছে ডেথ স্পট, যেখানে রাস্তায় লেগে আছে নয়নের রক্ত। 

তেজগাঁও ফায়ার স্টেশনের ফাইটার আবির বলেছেন, “আমরা গত রাতে একসঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে যাই। একসঙ্গে ভলিবলও খেলেছি। আনুমানিক রাত ২টা ৪০ মিনিটে সাইরেন বেজে ওঠে। তাৎক্ষণিকভাবে ড্রাইভারসহ ১০ জন সদস্য সচিবালয়ে চলে আসি। এর কিছু সময় পরে সে ট্রাকচাপায় মারা যায়।” 

ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেন, “ফায়ার সার্ভিসের একজন সদস্য পানির পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি দ্রুতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে সে রাস্তায় পড়ে যায়। তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সচিবালয়ের ৭ নম্বর ভবনের ছয় তলায় আনুমানিক রাত ১টা ৫০ মিনিটে আগুন ধরে। ১টা ৫২ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ১টা ৫৪ মিনিট থেকে তারা কাজ শুরু করে। বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। 

তিনি বলেন, “আগুন নিয়ন্ত্রণের জন্য পাইপ নিয়ে সচিবালয়ের সামনের রাস্তা পার হওয়ার সময় একজন ফায়ার ফাইটার ট্রাকচাপায় শাহাদতবরণ করেছেন। আমি মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফেরাত করি।” 

ঢাকা/এএএম/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়