ঢাকা     শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১২ ১৪৩১

সবুজবাগে বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

প্রকাশিত: ২১:৪০, ২৬ ডিসেম্বর ২০২৪  
সবুজবাগে বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার

রাজধানীর সবুজবাগ থানার বাসাবো ওহাব কলোনির একটি বাসা থেকে সীমা আক্তার (২৩) নামে এক নারীর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যার দিকে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। 

সবুজবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফাতেমা আক্তার বলেন, ‘‘আমরা খবর পেয়ে বিকেল সাড়ে ৩ টার দিকে বাসাবো ওহাব কলোনির একটি পাঁচতলার বাসার কক্ষে দরজা ভেঙে তার গলিত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’’

তিনি বলেন, ‘‘স্থানীয় লোকের মুখে জানতে পেরেছি বেশ কয়েকদিন আগে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ওই রুম ভাড়া নেয়। পরে ঘটনার পর কথিত স্বামী পলাতক রয়েছেন। তাকে আটক করা গেলে অনেক তথ্য পাওয়া যাবে। ময়না তদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলেন মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’’

নিহতের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানায়।

ঢাকা/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়