ফায়ার সার্ভিসের ডিজি
সচিবালয়ে অগ্নিকাণ্ড নাশকতা নাকি দুর্ঘটনা, তদন্তের পর বলা যাবে
সচিবালয়ে পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কমিটি। শুক্রবার (২৭ ডিসেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন তদন্ত সংশ্লিষ্টরা।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বলেছেন, “নাশকতা নাকি দুর্ঘটনা, সেটি তদন্তের পর বলা যাবে। এ বিষয়ে মন্তব্য করার মতো অবস্থা এখনো হয়নি। আমরা ঘটনাস্থল পরিদর্শন করতে এসেছি। বিষয়গুলো পর্যবেক্ষণ করছি।”
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে আট সদস্যের তদন্ত কমিটি গঠনের তথ্য জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
কমিটির অপর সদস্যরা হলেন—পুলিশের মহাপরিচালক (আইজিপি), গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মনজুর, কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াসির আরাফাত খান।
বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ১টা ৫২ মিনিটের দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়। ওই ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা/মাকসুদ/রফিক