বায়তুল মোকাররমে দেশ-জাতির শান্তি কামনা করে দোয়া
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও নিরাপত্তা কামনা করে পবিত্র জুমার নামাজে আদায় শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায় শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক দোয়া করেন।
জুমার নামাজ শেষে হাজার হাজার মুসল্লিকে সঙ্গে নিয়ে মহান আল্লাহর দরবারে দোয়া-মোনাজাত করেন তিনি।
এ সময় তিনি বলেন, ‘‘হে আল্লাহ, তুমি দেশ ও জাতিকে সুখ শান্তি দান করুন। আমাদের সবাইকে শান্তিতে রাখুন। গজব ও বালা মুসিবত থেকে দেশ ও জাতিকে রক্ষা করুন, নিরাপত্তা দান করুন। দেশকে ভালো রাখুন, সবাই মিলে মিশে শান্তিতে থাকার তওফিক দান করুন।আমাদের উত্তম রিজিক দান করুন। আমাদের সুস্থ্যতা ও দীর্ঘায়ূ দান করুন। আমাদের নেককার না বানিয়ে মৃত্যু দিয়েন না। বাংলাদেশের বিরুদ্ধে সব ষড়যন্ত্র প্রতিহত করে দিন।’’
এছাড়া রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টাসহ দেশবাসীর সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করা হয়। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
ঢাকা/এএএম/এসবি