নোবেলজয়ী লেখক হান ক্যাং এর সাহিত্য নিয়ে কালির বৈঠক
সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘কালি’র বৈঠকে অতিথিরা
দক্ষিণ কোরিয়ার লেখক হান কাং ২০২৪ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন। তার জীবন ও সাহিত্য নিয়ে বৈঠকের আয়োজনের করে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ‘কালি’।
শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীতে পাঠক সমাবেশে কালি সংগঠনের কর্ণধার কথাসাহিত্যিক পাপড়ি রহমানের সভাপতিত্বে বৈঠকে হান কাং এর জীবন ও সাহিত্য নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক ও অনুবাদক দিলওয়ার হাসান, কথাসাহিত্যিক ও কবি নুসরাত সুলতানা ও সাজিদ উল হক আবির।
আফরোজা আকতার টিনার সঞ্চালনায় বৈঠকে হান কাং এর সাহিত্য থেকে পাঠে অংশ নেন সালমা তালুকদার ও ইসরাত জাহান। বৈঠকে কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
ঢাকা/এসবি