প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ‘‘বাংলাদেশ আজ রূপান্তরের সন্ধিক্ষণে দাঁড়িয়ে, তরুণ প্রজন্মের প্রাণশক্তি এবং জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা যার প্রেরণা। বিশ্ব পরিমণ্ডলে সফল হতে হলে, আমাদের শ্রমশক্তির মান উন্নত করতে হবে, নতুন উদ্ভাবনকে আলিঙ্গন করতে হবে, কর্মীদের দক্ষতা বাড়াতে হবে এবং প্রবাসী বাংলাদেশিদের জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে।’’
রবিবার (২৯ ডিসেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে ‘এনআরবি কনক্লেভ-২০২৪’ শীর্ষক সম্মেলনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, ‘‘উন্নত তথ্যপ্রযুক্তি অবকাঠামো এবং কৌশলগত ব্র্যান্ডিংয়ের মাধ্যমে বাংলাদেশ নিজেকে বিনিয়োগ, প্রযুক্তি ও সহযোগিতার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে।’’
প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘‘এই আয়োজনটি প্রবাসীদের সমন্বয়ে আমাদের দক্ষতা ও উদ্ভাবনের শক্তিকে তুলে ধরে। রেমিট্যান্সের বাইরেও প্রবাসীদের বিনিয়োগ, প্রযুক্তি, দক্ষতা উন্নয়নে ভূমিকা বাংলাদেশকে বৈশ্বিক মঞ্চে একটি গুরুত্বপূর্ণ প্রতিনিধি হিসেবে প্রতিষ্ঠিত করবে।’’
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী অনুষ্ঠানে বক্তব্য দেন।
আয়োজনটি বিনিয়োগ, জ্ঞান ও দক্ষতা, নেশন ব্র্যান্ডিং এবং প্রযুক্তি ও উদ্ভাবন- এই চারটি বিষয় নিয়ে সাজানো হয়। এ ছাড়া আলোচনায় প্রাধান্য পায় প্রবাসী বাংলাদেশিদের বৈশ্বিক দক্ষতার ব্যবহার, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় জ্ঞান বিনিময়কে উৎসাহ প্রদান এবং সামাজিক প্রভাব ও টেকসই উন্নয়নে অবদান রাখে এমন উদ্যোগগুলোতে প্রবাসীদের সম্পৃক্ত করা।
সম্মেলনটিতে তিনটি কিনোট সেশন, চারটি প্যানেল ডিসকাশন, একটি প্রজেক্ট লঞ্চিং সেশন এবং একটি ন্যাশনাল ব্র্যান্ডিং কনটেক্সট শেয়ারিং সেশনে বিশেষজ্ঞ বক্তারা আলোচনা করেন। সেশনগুলো সাজানো হয়েছে পারস্পরিক সহযোগিতাকে উৎসাহিত করা এবং প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধির সহায়ক একটি কার্যকরী পরিকল্পনা তৈরি করার উদ্দেশ্য নিয়ে।
আয়োজনটির প্রারম্ভিক বক্তব্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ ইনোভেশন কনক্লেভের প্রতিষ্ঠাতা শরিফুল ইসলাম বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ কেবল তার অর্থনীতির শক্তিতে নয় বরং বিশ্ব নাগরিকদের অবদানের মধ্যেও নিহিত রয়েছে। বিশ্বব্যাপী প্রায় ১ কোটি প্রবাসী বাংলাদেশিদের পাশে নিয়ে আমরা উদ্ভাবন, বিনিয়োগ এবং টেকসই উন্নয়নের জন্য কাজ করে বাংলাদেশকে একটি অনন্য উচ্চতায় নিয়ে যেতে বদ্ধপরিকর।”
বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, “বাংলাদেশের অর্থনীতির ভবিষ্যৎ এবং প্রবাসী সম্পৃক্ততা বিষয়ে আলোচনা করেন এবং হুয়াওয়ে কনজ্যুমার বিজনেস গ্রুপ, ইউএই-এর চিফ এক্সপেরিয়েন্স অফিসার শাহরিয়ার পাভেল, সিআইপি ২০২৫ (এনআরবি), একটি সেশন সঞ্চালনা করেন।”
ঢাকা/হাসান/এনএইচ