প্রাইভেটকারের ধাক্কায় নানি-নাতনির মৃত্যু
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাইভেটকারের ধাক্কায় নানার চোখের সামনে নানি ও নাতনি নিহত হয়েছেন।
রবিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আছিয়া বেগম (৬০) ও তার নাতনি অর্থী (৭)
অর্থীর বাবা বাবুল হোসেন রাকিব বলেন, “রবিবার সন্ধ্যার দিকে খবর পাই, দুর্ঘটনায় আমার আমার শ্বশুর-শাশুড়ি ও দুই মেয়ে আহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সেখানেই আমার শাশুড়ি মারা যান। আহত অবস্থায় দুই মেয়ে ও শ্বশুরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে ছোট মেয়ে অর্থীকে ডাক্তার মৃত ঘোষণা করেন।”
তিনি জানান, মেঘনা ভবেরচর এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকেন তারা। গতকাল বিকেলে শ্বশুর-শাশুড়ি বাচ্চাদের নিয়ে অটোরিকশাতে করে সোনারগাঁও জাদুঘরে ঘুরতে যাচ্ছিলেন। সোনারগাঁও মেঘনা ব্রিজের পশ্চিম পাশে একটি প্রাইভেটকার অটোরিকশাকে ধাক্কা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক বলেন, “শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে রাখা হয়েছে। আহত দুজন ভর্তি আছে। তাদের চিকিৎসা চলছে।”
ঢাকা/ইভা