দাবি আদায়ে আজও জড়ো হচ্ছেন ট্রেইনি চিকিৎসকরা
নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ভাতা বাড়ানোর দাবিতে আজও জড়ো হচ্ছেন পোস্টগ্র্যাজুয়েট প্রাইভেট ট্রেইনি চিকিৎসকরা। তাদের প্রতিনিধদল যাচ্ছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে।
সোমবার (৩০ ডিসম্বের) সকাল ১০টা থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ (বিএসএমএমইউ) হাসপাতালের সামনে জড়ো হন চিকিৎসকরা।
ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের ভাইস প্রেসিডেন্ট সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ট্রেইনি চিকিৎসক মো. ইমরান বলেন, “জুলাই থেকে ভাতা ৩৫ হাজার টাকা করা হচ্ছে, আমরা চাইছি কোনো তহবিল থেকে যদি সেটি জানুয়ারি থেকেই করা সম্ভব হয় তবে সেটি যেন করা হয়। আরেকটি দাবি হচ্ছে জুলাইয়ের ভাতা বাড়ানোর বিষয়টি যেন প্রজ্ঞাপন আকারে জারি করা হয়। এ জন্য আজ আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে চাইছি।”
জানুয়ারি থেকে ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার করার দাবিতে গতকালও তারা শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেন। এর আগে গত ২২ ডিসেম্বর একই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। তখন সরকার থেকে আগামী জুলাই থেকে মাসিক ভাতা ৩৫ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়।
ভাতা বাড়িয়ে ৫০ হাজার টাকা বা নবম গ্রেডের গ্রেড দিয়ে প্রজ্ঞাপন জারি করার দাবিতে ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিসের (ডিএমজে) ব্যানারে বিভিন্ন মেডিকেলের পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকরা কর্মসূচি পালন করে আসছেন।
সারাদেশে প্রায় ১০ হাজার পোস্ট গ্র্যাজুয়েট ট্রেইনি চিকিৎসক রয়েছেন। দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও ইনস্টিটিউটে উচ্চতর শিক্ষার পাশাপাশি তারা হাসপাতালে রোগীদের সেবা দেন।
ঢাকা/রায়হান/ইভা