সংস্কার ছাড়া নির্বাচন ফলপ্রসূ হবে না: হাসনাত আব্দুল্লাহ
মঙ্গলবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশ আয়োজন করা হয়
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “ফ্যাসিবাদী সরকারের সময় যত অনিয়ম ও অপরাধ হয়েছে, প্রতিটির বিচার করতে হবে। নির্বাচন কমিশনসহ বিভিন্ন স্থানে সংস্কার খুবই জরুরি, এসব সংস্কার দ্রুত সময়ে সম্পন্ন করতে হবে। এর পরেই নির্বাচন। সংস্কার ছাড়া কোনো নির্বাচনই ফলপ্রসূ হবে না।”
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে ‘মার্চ ফর ইউনিটি’ শীর্ষক সমাবেশে এসব কথা বলেন তিনি।
১৫ জানুয়ারির মধ্যে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “প্রয়োজনে ছাত্র-জনতা এলাকায় এলাকায় জনমত গড়ে তুলবে।”
সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বলেছেন, “পিলখানা হত্যাকাণ্ড, খুলনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলাসহ যত হামলা, হত্যা, নির্যাতনের ঘটনা ঘটেছে, সবগুলোর বিচার করতে হবে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ছাত্র-জনতা রাজপথে থাকবে। সরকার খুব সতর্কতা এবং স্বচ্ছতার সঙ্গে এসব কাজ করলে নির্বাচনের পরিবেশ তৈরি করা যেতে পারে।”
ঢাকা/মাকসুদ/রফিক