ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২০ ১৪৩১

২৪ নেমে আসুক বারবার: উপদেষ্টা আসিফ

নিউজ ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩০, ১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৪:৩৫, ১ জানুয়ারি ২০২৫
২৪ নেমে আসুক বারবার: উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

খ্রিষ্টীয় নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ব। বরণ করে নিচ্ছে বর্ণিল আয়োজনে। নতুন বছরকে স্বাগত জানিয়ে নানা আয়োজন করা হয়েছে বাংলাদেশেও। একে অপরকে জানাচ্ছেন শুভেচ্ছা। পুরাতনকে স্মরণ করে নতুন বছর উপলক্ষে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১ জানুয়ারি) দুপুরে নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসের মাধ্যমে তিনি এ প্রতিক্রিয়া জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, “২০২৪ ফ্যাসিবাদের পতনের বছর, হাজারো শহীদের আত্মত্যাগের বছর, আমার জীবনের শ্রেষ্ঠ বছর।”

তিনি আরো লিখেছেন, “২৪ নেমে আসুক বারবার।”


এ রিপোর্ট লেখা পর্যন্ত স্ট্যাটাসটিতে ৪৬ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। মন্তব্য করেছেন প্রায় আড়াই হাজার মানুষ। অনেকে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকে আবার সমালোচনাও করেছেন। 

আমিনুল ইসলাম নামে একজন লিখেছেন, “যেকোনো দলই ক্ষমতায় আসুক না কেন যারা ফ্যাসিবাদী কায়েম করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আমাদের।” 

আশিকুর রহমান নামে একজন লিখেছেন, “আপনারাই ২০২৪ এর সত্যিকারের যোদ্ধা। আল্লাহ আপনাদের কে সকল প্রকার ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুক।”

তবে রুহুল আমিন খান নামে সমালোচনা করে একজন লিখেছেন, “জি ভাই ২৪ এ আপনি হয়েছেন উপদেষ্টা, আর অনেক মায়ের বুক হয়েছে খালি।” হ্যাপি নিউ ইয়ার। 

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়