ঢাকা     শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২১ ১৪৩১

ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ২ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:৩২, ২ জানুয়ারি ২০২৫
ঘন কুয়াশা ও তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

ছবি: মোস্তাফিজুর রহমান নাসিম

ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। গতকালের মতো আজও দুপুর পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সূর্যের দেখা পাওয়া যাবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ জানুয়ারি) মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

শীতের তীব্রতার বিষয়ে এতে বলা হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ঘন কুয়াশার কারণে সারা দেশের কোথাও কোথাও দিনের বেলাতেও শীতের অনুভূতি বিরাজমান থাকতে পারে।

কনকনে ঠান্ডায় শীতবস্ত্রের অভাবে কষ্টে দিনাতিপাত করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন না। শীতের দাপটে অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। সড়কে হেড লাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে।  

গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রামের রামগতিতে ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামীকাল শুক্রবার (৩ জানুয়ারি) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্য রাত থেকে দুপুর পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। আগামীকালও ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়