পিএসসিতে আরো ৬ সদস্য নিয়োগ
কাজে গতি ফেরাতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে (পিএসসি) আরও ছয় জন সদস্য নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগ দেওয়া হয়।
পিএসসির নবনিযুক্ত সদস্যরা হলেন—অধ্যাপক ড. শাহনাজ সরকার, মো. মুনির হোসেন, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এ এফ জগলুল আহমেদ, ড. মো. মিজানুর রহমান, সাব্বির আহমেদ চৌধুরী ও অধ্যাপক ডা. সৈয়দা শাহিনা সোবহান।
নতুন ছয় জন নিয়োগ পাওয়ায় পিএসসির সদস্য এখন ১৪ জন। এর আগে দুই ধাপে পিএসসিতে ৮ জন সদস্য নিয়োগ দিয়েছিল সরকার।
ঢাকা/হাসান/রফিক