‘পেট তো আর শীতের কষ্ট বোঝে না’
শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ছবি: রাইজিংবিডি
বেড়েছে শীতের তীব্রতা। রাজধানীসহ সারা দেশে শীতে বিপর্যস্ত জনজীবন। শীতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। প্রচণ্ড শীতেও ঘর থেকে বের হয়েছেন নিম্ন আয়ের মানুষরা।
শুক্রবার (৩ জানুয়ারি) রাজধানীর মানিকনগর এলাকায় কথা হয় রিকশাচালক আলী আকবরের সাথে। তিনি বলেন, “প্রচণ্ড ঠান্ডায় রিকশা চালাতে কষ্ট হচ্ছে। কাজ না করলে পরিবার নিয়ে কী খাব। পেট তো আর তীব্র শীতের কষ্ট বোঝে না।”
কথা হয় রাজধানীর গুলিস্তান এলাকায় রিকশাচালক আবুল কালামের সঙ্গে। তিনি বলেন, “ভোর সাড়ে ৫টায় বের হয়েছি। সারাদিন সূর্যের দেখা নাই। রাস্তায় যাত্রী কম। এরপরও রাস্তায় রিকশা নিয়ে বের হয়েছি। বাতাসে হাত-পা প্রচণ্ড ঠান্ডা হয়।”
কথা হয় পল্টনে হোটেলের কর্মচারী রনির সঙ্গে। তিনি বলেন, “রোদ আর শীত নয়, বারো মাসই সকাল ৬টায় বের হয়ে হোটেলে কাজ করতে আসতে হয়। একদিন কাজ না করলে পেট চলে না।”
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মনি হোসেন বলেন, “কয়েক দিন ধরে শীত বেড়ে যাওয়ায় হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর চাপ বেড়েছে। বিশেষ করে বয়স্ক ও শিশুরা শ্বাসকষ্ট, ডায়েরিয়া ও নিউমেনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এই সময়ে শিশু ও বৃদ্ধদের বেশি যত্ন নিতে হবে। শীতে গরম পোশাক পরে রাস্তায় বের হতে হবে। ঠান্ডাজনিত কোনো রোগের উপসর্গ দেখা দিলে হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”
ঢাকা/এএএম/এসবি