ঢাকা     সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৪ জানুয়ারি ২০২৫   আপডেট: ২০:১০, ৪ জানুয়ারি ২০২৫
আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা

শনিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন ব্রিটিশ সংসদ সদস্য রুপা হকের নেতৃত্বে যুক্তরাজ্যের প্রতিনিধিদল

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে ব্রিটিশ সংসদ সদস্য রূপা হককে আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শনিবার (৪ জানুয়ারি) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে সাক্ষাৎ করেন রুপা হক।

সাক্ষাৎকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর নির্যাতন এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের কারণ ব্যাখ্যা করেন অধ্যাপক ইউনূস।

আরো পড়ুন:

ব্রিটিশ সংসদ সদস্যকে তিনি বলেন, “গত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একটি ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং একজন ভুয়া স্পিকার ছিল বাংলাদেশে।”

এ সময় আগামী জাতীয় নির্বাচনের তারিখ, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণের প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন রুপা হক।

এ বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, “পরবর্তী জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। জনগণ কতটুকু সংস্কার চায় তার ওপর নির্বাচনের তারিখ নির্ভর করছে।”

রূপা হক আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে বাংলাদেশে আসার ইচ্ছা প্রকাশ করেন।

এ সময় ঢাকায় নিযুক্ত ডেপুটি ব্রিটিশ হাইকমিশনার ও উন্নয়ন-বিষয়ক পরিচালক জেমস গোল্ডম্যান উপস্থিত ছিলেন।

ঢাকা/হাসান/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়