ইরান দূতাবাসে ‘দেশে নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনার
কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ঢাকাস্থ ইরান দূতাবাসের ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে ‘নয়া ইসলামি সভ্যতা গঠনের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর ফার্স হোটেলের রিক্রিয়েশন লাউঞ্জে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইরানের ওয়ার্ল্ড অ্যাসেম্বলী অব আহলুল বাইত এর মহাসচিব আয়াতুল্লাহ রেজা রামাজানি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশী, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক আবদুস সালাম খান, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা এর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এএনএম মেশকাত উদ্দিন, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ইরানের রিলিজিয়ন্স ও ডেনোমিনেশনস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাইয়্যেদ মাহদী মুসাভী।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেযা মীর মোহাম্মাদী প্রমুখ।
ঢাকা/হাসান/এসবি