ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ 

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০১, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ০৯:১৩, ৫ জানুয়ারি ২০২৫
হাড় কাঁপানো শীতে কাঁপছে দেশ 

রবিবার ভোরে ঢাকায় ছিলো ঘন কুয়াশা। ছবি: তৌহিদ মিজান

আজ ২১ পৌষ। পৌষের শীত জেঁকে বসেছে ঢাকাসহ সারা দেশে। হাড় কাঁপানো এমন শীতে বিপর্যস্ত জনজীবন। ঘন কুয়াশা আর তীব্র শীতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। 

রবিবার (৫ জানুয়ারি) সকাল ৬টায় ঢাকায় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। ভোর থেকে ঘন কুয়াশার কারণে বিপাকে পড়েন কর্মস্থলে যাওয়া লোকজন। তবে সকাল পৌনে ৯টার দিকে ঢাকার আকাশে সূর্যের দেখা মেলে। কমতে থাকে কুয়াশা। 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন ও সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।

আগামীকাল দেশের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে জানিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। 

মধ্য রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে । সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে।

গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় ৯.৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, সর্বোচ্চ তাপমাত্রা ছিলো শ্রীমঙ্গলে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়