১১ দিন পর খুলল সচিবালয়ের ৭ নম্বর ভবন
আগুন লাগার ১১ দিন পর অনেকটাই স্বাভাবিক হলো সচিবালয়। আগুনে ক্ষতিগ্রস্ত ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে। নয় তলা ভবনের পুড়ে যাওয়া চারটি তলা ছাড়া বাকি পাঁচ তলায় অফিস শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা।
রবিবার (৫ জানুয়ারি) সকাল থেকে সব কর্মকর্তা-কর্মচারীদের গাড়ি প্রবেশ করতে দেওয়া হচ্ছে।
গত ২৫ ডিসেম্বরের অগ্নিকাণ্ডের পর থেকে ৭ নম্বর ভবনের নিরাপত্তার দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে রাখা হয়। আগুন লাগার পর থেকে কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি। ভবনটিতে যেসব মন্ত্রণালয় ও বিভাগের অফিস রয়েছে, তারা বিকল্প উপায়ে অন্য জায়গায় কাজ করছে।
আজ দেখা গেছে, ভবনটিতে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। তবে পাঁচ তলার পর (উপরের ফ্লোরগুলোতে) শুধু গণপূর্ত বিভাগের কর্মকর্তা ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
গত ২৫ ডিসেম্বর রাত ২টার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট সেখানে যায়। প্রায় ১০ ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়। আগুনে সাত নম্বর ভবনের ৬, ৭, ৮, ৯ এই চারটি তলা ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে অষ্টম ও নবম তলায় বেশি ক্ষতি হয়।
এ ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করে মন্ত্রিপরিষদ বিভাগ। অগ্নিকাণ্ডের উৎস ও কারণ উদঘাটনের পাশাপাশি দুর্ঘটনা প্রতিরোধে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হয় তদন্ত কমিটিকে।
ঢাকা/এএএম/ইভা