সৌদি কোম্পানিকে বাংলাদেশে স্বাগত জানানো হয়নি: সৌদি রাষ্ট্রদূত
কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম
অনুষ্ঠানে বক্তব্য রাখছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান
বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান অভিযোগ করেছেন, অতীতে বাংলাদেশে বিনিয়োগের জন্য সৌদি কোম্পানিকে স্বাগত জানানো হয়নি।
তিনি বলেন, ‘‘সৌদি কোম্পানি আরামকো ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে তিন বার বিনিয়োগের জন্য বাংলাদেশে আসলেও কেউ অভ্যর্থনা জানায়নি।’’
রবিবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
‘সৌদি-বাংলাদেশ অর্থনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি: প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং দীর্ঘমেয়াদি সম্ভাবনা’ -শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আলদুহাইলান।
তিনি বলেন, ‘‘সৌদি আরবের চিত্র ১০ বছর আগের চেয়ে এখন অনেক ভিন্ন। সৌদিতে বিশ্বের অনেক বড় বড় কোম্পানি কাজ করছে।’’
সৌদি রাষ্ট্রদূত বলেন, ‘‘সৌদি আরব বাংলাদেশের অর্থনৈতিক জোনে বিনিয়োগে আগ্রহী। আমরা সৌদি কোম্পানিকে এখানে আমন্ত্রণ জানাব।’’
তিনি আরো বলেন, ‘‘বাংলাদেশের ৩০ লাখ কর্মী সৌদি আরবে কাজ করছেন। আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা আরো বড় পরিসরে বহুমুখী সম্পর্ক গড়ে তুলতে পারি। শুধু হজ, কর্মী নিয়োগ; অনুদান নয়। এর বাইরে বাণিজ্যসহ আরো নানা দিকে সম্পর্ক বিস্তৃত করতে চাই।’’
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) ড. মো. নজরুল ইসলাম, পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান ও সিইও ড. এম মাসরুর রিয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত এম জসীম উদ্দিন।
ঢাকা/হাসান/রাজীব