ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৩ ১৪৩১

অর্থনীতিবিদ আনিসুর রহমান মারা গেছেন 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৫ জানুয়ারি ২০২৫   আপডেট: ২২:৫৮, ৫ জানুয়ারি ২০২৫
অর্থনীতিবিদ আনিসুর রহমান মারা গেছেন 

অধ্যাপক আনিসুর রহমান

খ্যাতনামা অর্থনীতিবিদ এবং বাংলাদেশের প্রথম পরিকল্পনা কমিশনের সদস্য অধ্যাপক আনিসুর রহমান মারা গেছেন। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

অধ্যাপক আনিসুর রহমান বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুপুরে সোয়া ১টার দিকে মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অধ্যাপক আনিসুর রহমান। শিক্ষকতা, গবেষণার পাশাপাশি তিনি একজন রবীন্দ্রসংগীতশিল্পী ছিলেন। লেখক হিসেবেও তিনি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত।।

প্রধান উপদেষ্টার শোক
অধ্যাপক আনিসুর রহমান মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক শোক বার্তায় তিনি বলেন, ‘‘বিশিষ্ট অর্থনীতিবিদ আনিসুর রহমান গ্রামীণ উন্নয়নে জনগণের অংশগ্রহণ নিয়ে বিশেষভাবে কাজ করেছেন। অংশীদারি গবেষণা এবং আত্মনির্ভর অংশীদারি উন্নয়নের দর্শন ও পদ্ধতিগত প্রশ্নে তার অবদান বিশ্বস্বীকৃত।’’

প্রফেসর ইউনূস বলেন, ‘‘দেশ ও দেশের মানুষের প্রতি চিন্তাশীল এই অর্থনীতিবিদের অবদান আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি।’’

প্রধান উপদেষ্টা অধ্যাপক আনিসুর রহমানের পরকালীন জীবনের শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ঢাকা/হাসান/বকুল


সর্বশেষ

পাঠকপ্রিয়