ঢাকা     মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

মুগদায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

প্রকাশিত: ০৯:০৩, ৬ জানুয়ারি ২০২৫  
মুগদায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিক্ষার্থীর

রাজধানীর মুগদায় অটোরিকশার ধাক্কায় আদিল আর হাম সিয়াম (১৮) নামে  এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন।

রোববার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে মৃত ঘোষণা করেন।

সিয়ামের বাসা ৩৩২ নম্বর দক্ষিণ মান্ডা মুগদায়। তার বাবার নাম আকরাম হোসেন। তিনি আবুজার গিফারী কলেজের শিক্ষার্থী ছিলেন।

সিয়ামকে হাসপাতালে নিয়ে আসা পথচারী নজরুল ইসলাম জানান, সে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলো। গ্রিন মডেল টাউনের তিন রাস্তার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশা সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়