ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৪ ১৪৩১

‘যাকাত দান নয়, গরিবের অধিকার’

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৭:২১, ৬ জানুয়ারি ২০২৫
‘যাকাত দান নয়, গরিবের অধিকার’

মাস্তুল ফাউন্ডেশনের ডিরেক্টর আনিসুল কবির জাসির বলেছেন, ‘‘যাকাত দান নয়, গরিবের অধিকার। প্রবাসীরা যাকাতের মাধ্যমে বাংলাদেশের দারিদ্র্যতা বিমোচনে কাজ করতে আগ্রহী। আমরা সর্বদা চেষ্টা করি অসহায়, প্রতিবন্ধী মানুষদের স্বাবলম্বীর আওতায় দেশের প্রতিটি জেলায় কর্মসংস্থান গড়ে তোলার।’’ 

গত ৫ জানুয়ারি মাস্তুল ফাউন্ডেশন ও আমেরিকা বাংলাদেশ চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিজ (এবিসিসিআই)-এর যৌথ উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় তিনি এসব কথা বলেন।

এবিসিসিআই-এর কো-চেয়ার হাসানুজ্জামান হাসান চেয়ারম্যান এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। 

অনুষ্ঠানে ‘যাকাত স্বাবলম্বী প্রকল্পের’ আওতায় ৭ জন বৈষম্যবিরোধী আন্দোলনের আহত জাকির সিকদার (রাজশাহী), ইমরান (রাজশাহী), মিরাজুল (পাবনা), নাদিম (চাঁদপুর), তামিম (বরিশাল), আলামিন (পাবনা), রিফাত (বরিশাল) শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা দেওয়া হয়।

মাস্তুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কাজী রিয়াজ রহমান বলেন, ‘‘দেশের সাধারণ মানুষ মাস্তুলকে বিশ্বাস করে এবং তাদের যাকাত/সাদাকার অর্থ আমাদের নিকট তুলে দেয়। আমরা ইসলামের বিধি মোতাবেক সেই অর্থ দিয়ে যাকাত/সাদাকা গ্রহণের উপযুক্ত মানুষের জীবনমান উন্নয়ন করার চেষ্টা করি। যাকাত স্বাবলম্বী প্রকল্পের মাধ্যমে আগামীতে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।’’ 

মাস্তুল ফাউন্ডেশন বহুমুখী সমাজসেবামূলক কার্যক্রমের মধ্যে রয়েছে নিজস্ব স্কুল, মাদ্রাসা, এতিমখানা ও বৃদ্ধাশ্রম যেখানে শতাধিক পিতামাতাহীন অনাথ/এয়াতিম শিক্ষার্থী ও বৃদ্ধ-বৃদ্ধা বসবাস করেন। এর বাইরে কয়েক জেলায় প্রজেক্ট স্কুলগুলোতে হাজারের অধিক সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের সকল শিক্ষার উপকরণ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য, পুষ্টিকর খাবার, শিশু অধিকার, মৌলিক চাহিদা নিশ্চয়তা করা হচ্ছে।

ঢাকা/এস/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়