পল্টনে ৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
রাজধানীর পুরানা পল্টনে চার তলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে আগুন লাগে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, আজ সকালে পুরানা পল্টনের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ শুরু করে। পরে আরো চারটি ইউনিট যোগ দেয়। তবে, আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।
ঢাকা/মাকসুদ/ইভা