ঢাকা     বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৫ ১৪৩১

খুলনায় ছাত্রাবাস নির্মাণ ও মাতারবাড়ী বন্দরের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫০, ৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৫০, ৭ জানুয়ারি ২০২৫
খুলনায় ছাত্রাবাস নির্মাণ ও মাতারবাড়ী বন্দরের ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাস নির্মাণ ও মাতারবাড়ী বন্দরের ভূমি অধিগ্রহণের পরামর্শক প্রতিষ্ঠানের ভেরিয়েশন সংক্রান্ত পৃথক ২টি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি। এতে ব্যয় হবে ১১৫ কোটি ৭১ লাখ ৩০ হাজার টাকা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির সভায় প্রস্তাব দুটিতে অনুমোদন দেওয়া হয়েছে। সভায় কমিটির সদস্য, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা যায়, “খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো ও একাডেমিক কার্যক্রম সম্প্রসারণ” প্রকল্পের আওতায় ১২০০ বেডের ১০ তলা বিশিষ্ট একটি নতুন ছাত্রাবাস নির্মাণের পূর্ত কাজের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের পূর্ত কাজ ক্রয়ের জন্য উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ৪টি দরপত্র জমা পড়ে। তার মধ্যে ২টি দরপত্র টেকনিক্যালি রেসপনসিভ বিবেচিত হয়। দরপত্রের সব প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশকৃত রেসপনসিভ সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান যৌথভাবে বিটিসি এবং এপিএল প্রকল্পটি বাস্তবায়ন করবে। এতে ব্যয় হবে ১১৩ কোটি ১৮ লাখ ৮৪ হাজার।

সভায় “মাতারবাড়ী বন্দর উন্নয় প্রকল্প (সওজ অংশ)” এর ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠানের চুক্তির ভেরিয়েশন প্রস্তাব  অনুমোদন দিয়েছে কমিটি। প্রকল্পের ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন কাজের জন্য নিয়োজিত পরামর্শক প্রতিষ্ঠান ক্রিস্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইনবাংলাদের সঙ্গে ৭ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকায় চুক্তি হয়। যার মেয়াদ ছিল ২০২১ সালের ১৫ আগস্ট থেকে ২০২৩ সালের ১৪ আগস্ট পর্যন্ত, ২৪ মাস। কিন্তু, ভূমি অধিগ্রহণ কার্যক্রম নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণভাবে সমাপ্ত করা সম্ভব হয়নি বিধায় ভূমি অধিগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার জন্য পরামর্শক প্রতিষ্ঠানের মেয়াদ ২০২৩ সালের ১৫ আগস্ট থেকে ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮ মাস বৃদ্ধির জন্য ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ২ কোটি ৫২ লাখ ৪৬ হাজার ৯৫৪ টাকা ব্যয় বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দিয়েছে কমিটি।

ঢাকা/হাসনাত/সাইফ


সর্বশেষ

পাঠকপ্রিয়