সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তি চেয়ে স্মারকলিপি

অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে অন্তর্ভুক্তিসহ জুডিশিয়াল সার্ভিসের আলোকে বেতন-ভাতা চেয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেলাল উদ্দিনের মাধ্যমে প্রধান বিচারপতি বরাবর স্মারকলিপি দেয় বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন।
এ সময় সংগঠনের সভাপতি মো. রেজোয়ান খন্দকার, সাধারণ সম্পাদক কাজী মো. ছালাউদ্দিনসহ ঢাকা জেলা কমিটির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীন পৃথক সচিবালয় করে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারীকে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারী হিসেবে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বেতন স্কেলের আলোকে বেতন-ভাতা প্রদান এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অধস্তন আদালত ও ট্রাইব্যুনালের সহায়ক কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, বিদ্যমান ব্লকপদ বিলুপ্ত করে যুগোপযোগী পদ সৃজনপূর্বক যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে পদোন্নতির সুযোগ রেখে স্বতন্ত্র নিয়োগবিধি প্রণয়ন করতে হবে।’
স্মারকলিপিতে বলা হয়েছে, ‘দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিচার বিভাগের সহায়ক কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বতন্ত্র নিয়োগবিধিসহ বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেলের বিদ্যমান ১ম থেকে ৬ষ্ঠ গ্রেডের পরবর্তী ৭ম থেকে ১২তম গ্রেডভুক্ত করে দীর্ঘদিনের বৈষম্য নিরসনের দাবি জানানো হয়।’
ঢাকা/মামুন/এসবি