ঢাকা     শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

ঢাকা মেডিকেল মর্গে জুলাই অভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশের সন্ধান

প্রকাশিত: ১৮:৪৮, ১০ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৫২, ১০ জানুয়ারি ২০২৫
ঢাকা মেডিকেল মর্গে জুলাই অভ্যুত্থানে নিহত ৬ বেওয়ারিশ লাশের সন্ধান

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ আরও ৬ বেওয়ারিশ লাশের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে জুলাই গণ-অভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল।

শুক্রবার (১০ জানুয়ারি) সংবাদ সম্মেলনে তারা জানায়, ঢাকা মেডিকেলে ৬টি অশনাক্ত লাশ পাওয়া গেছে। শাহবাগ থানার ওসি খালিদ মনসুর নিশ্চিত করেন যে, লাশগুলো ফরেনসিক মর্গে রয়েছে। লাশগুলোর মধ্যে ৪ জন ২০, ২৫, ২২ ও ৩০ বছর বয়সী অজ্ঞাতনামা পুরুষ। এছাড়া অজ্ঞাতনামা নারী (৩২) এবং এনামুল (২৫) নামের আরো ২ জনের লাশ পাওয়া গেছে।

ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ ‘আঘাতজনিত' এবং এনামুলের মৃত্যু ‘ডিজিস্ট ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে' উল্লেখ করা হয়েছে।

আরো পড়ুন:

লাশগুলো এখন ফরেনসিক হিমাগারে রাখা আছে। কারো কোনো পরিচিত ব্যক্তি নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন বিশেষ সেল সম্পাদক হাসান ইনাম। লিখিত বক্তব্য পাঠ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাসান ইনাম বলেন, “শাহবাগ থানা থেকে আমাদের জানানো হয়েছে, তারা দেশের বিভিন্ন থানায় ভিডিও বার্তা পাঠিয়েছে, বিভিন্নভাবে খোঁজার চেষ্টা করেছে, কিন্তু তারা খুঁজে পায়নি। থানা থেকে আমাদের জানিয়েছে, আমরা যেন এটা ভালোভাবে প্রচার করি, যেন শহীদদের পরিবার লাশগুলো খুঁজে পায়।”

শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, “৬টি লাশ ৫ আগস্টের পর থেকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংরক্ষিত রয়েছে। প্রতিদিনই কেউ না কেউ এসে দেখে যান, কিন্তু কেউ এখন পর্যন্ত লাশগুলোর পরিচয় নিশ্চিত করতে পারেননি।”

ঢাকা/বুলবুল/সৌরভ/সাইফ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়