ঢাকা     শনিবার   ১১ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৭ ১৪৩১

‘বিশ্বের কোনো রাজনৈতিক দলের বিএনপি-আ.লীগের মতো এতো শাখা নেই’

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১১ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৩:২৮, ১১ জানুয়ারি ২০২৫
‘বিশ্বের কোনো রাজনৈতিক দলের বিএনপি-আ.লীগের মতো এতো শাখা নেই’

পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, পৃথিবীর কোনো রাজনৈতিক দলের এত শাখা নেই যত বিএনপি ও আওয়ামী লীগ ও জামায়াতের আছে। যা বিদেশে বাঙালিদের ইমেজ নষ্ট করে। তারা একইভাবে একে অপরের শত্রু ভাবাপন্ন।

শনিবার (১১ জানুয়ারি) সেন্টার ফর নন রেসিডেন্স বাংলাদেশ বিশ্ব কনফারেন্স সিরিজ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই শত্রুভাবাপন্ন মনোভাব আমাদের ব্র্যান্ডিংয়ে অনেক নেতিবাচক প্রভাব ফেলছে। আমরা ব্র্যান্ডিং করতে চাইলে আমাদের ভালো কাজ করতে হবে। গত চার মাসে বাংলাদেশ নিয়ে নেতিবাচক অনেক নিউজ হয়েছে তা বিশ্বের দরবারে দেশের খারাপ প্রভাব ফেলছে।”

ভারতীয় মিডিয়ার প্রোপাগাণ্ডা দেশের ভাবমূর্তি নষ্ট করছে। একে রক্ষা করতে প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা তৌহিদ হোসেন।

রেমিট্যান্স যোদ্ধাদের সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি করলে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবে সরকার।”

উপদেষ্টা আরও বলেন, “আমাদের লক্ষ্য একটি সুষ্ঠু নির্বাচন দেওয়া। আমাদের ইনভেসমেন্ট অনেক দরকার। রাজনৈতিক নিশ্চয়তা আসলে আশা করি, এই বিনিয়োগ অনেক বাড়বে। আশা করছি, খুব তাড়াতাড়ি একটি রোডম্যাপ এসে যাবে। রাজনৈতিক সংকট দেখলে কেউ দেশে বিনিয়োগ করতে আসতে চায় না এটা একটা বড় সমস্যা।”

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “রোডম‍্যাপ প্রকাশ হলেই দ্রুত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। কেটে যাবে রাজনৈতিক অস্থিরতা। তাহলেই বিনিয়োগকারীরা বাংলাদেশে আসবে।” 

ঢাকা/হাসান/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়