তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুন
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ০৮:২৬, ১২ জানুয়ারি ২০২৫
আপডেট: ০৮:৩৬, ১২ জানুয়ারি ২০২৫
ঢাকার তেজগাঁও ট্রাকস্ট্যান্ডে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টা ৫ মিনিটে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের ডিউটি অফিসার মো. শাহজাহান শিকদার রাইজিংবিডিকে জানান, সকালে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানা যায়নি। এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকা/মাকসুদ/ইভা