ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

সড়কে জবি শিক্ষার্থীরা, ভোগান্তিতে সচিবালয়ের কর্মকর্তারা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০০, ১৩ জানুয়ারি ২০২৫  
সড়কে জবি শিক্ষার্থীরা, ভোগান্তিতে সচিবালয়ের কর্মকর্তারা

সচিবালয়ের সামনের সড়কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় নিরাপত্তার কারণে একটি বাদে প্রবেশ-বাহিরের সবগুলো গেট বন্ধ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী। ফলে অফিস শেষে ভোগান্তিতে পড়েছেন সচিবালয়ের কর্মকর্তারাসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ। বের হওয়ার অপেক্ষায় শত শত গাড়ির সারি।

সরেজমিন দেখা গেছে, অফিস শেষে কর্মকর্তা-কর্মচারীরা শুধু প্রেস ক্লাবের দিকের ৫ নম্বর গেট দিয়ে পায়ে হেঁটে বের হতে পারছেন। গাড়ি বের হওয়ার ১ ও ২ নম্বর গেট বন্ধ থাকায় কোনো গাড়ি সচিবালয় থেকে বের হতে পারেনি। সন্ধ্যা ৭টা পর্যন্ত দিকে সচিবালয়ের ভেতরের চত্বরে গাড়িগুলোকে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এক নম্বর গেটের সামনে সচিবালয়ের ভেতরে অনেক গাড়ি বাইরে বের হওয়ার জন্য অপেক্ষা করছে। সচিবালয়ের ভেতরে ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করছেন।

দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ তিন দাবিতে সচিবালয়ের সামনে বিকেল ৫টার দিকে অবস্থান নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে আসার পরপরই সবগুলো গেট বন্ধ করা হয়।

ঢাকা/আসাদ/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট