তুর্কি ট্যাংক কেনা বিষয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদন ভুয়া: প্রেস উইং
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
তুর্কি থেকে ট্যাংক কেনার প্রতিবেদনটি ভুয়া বলছে প্রেস উইং।
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ প্রকাশিত ‘ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর, বাংলাদেশ কেন তুর্কি ট্যাংক কিনতে চায়?’ শিরোনামের সাম্প্রতিক প্রতিবেদনটি ভুয়া বলে দাবি করেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।
প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টের পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, বাংলাদেশ তুর্কি ট্যাঙ্ক কেনার কোনো সিদ্ধান্ত নেয়নি।
‘‘এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক। আমাদের দেশ আত্মরক্ষার জন্য সক্ষমতা অর্জনের অধিকার সংরক্ষণ করে’’, বলে উল্লেখ করা হয় ওই বিবৃতিতে।
১০ জানুয়ারি ইন্ডিয়া টুডে এই প্রতিবেদনটি প্রকাশ করে। এতে বলা হয়েছে, ভারত সীমান্তের কাছে নজরদারি ড্রোন মোতায়েনের পর বাংলাদেশ তুর্কির ট্যাংক নিতে চাওয়া, প্রতিরক্ষা কৌশলে উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। এটি ভারতের পূর্ব সীমান্তে নিরাপত্তার গতিশীলতা রোধ করতে পারে।
ঢাকা/হাসান/এনএইচ