‘নতুন বাংলাদেশ বিনির্মাণে বীজ বপন করব’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, তোমরাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) যুগের তরুণ প্রজন্ম। AI সারা বিশ্বকে নাকি মহাকাশে নিয়ে যাবে, AI নতুন নতুন দিগন্ত খুলবে, নতুন নতুন আইডিয়া জাগাবে, AI এর বিভিন্ন ব্যবহার হবে এবং আমরা শুনতে পাচ্ছি রূপকথার গল্পের মতো AI আমাদের জীবনটাকে আমূল পাল্টে দিতে পারবে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (IUB)-তে ৬তম জাতীয় সৃজনশীল চ্যালেঞ্জ অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, “AI এর ভাষা তোমরা বুঝবে, যেমনি ভাবে তোমরা এদেশের অন্যায়ের বিরুদ্ধে দুঃসাহস দেখিয়ে জুলাই বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে দেশকে পাল্টে দিয়েছো। তোমরাই পারবে এ দেশটাকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ হিসেবে বিশ্বের কাছে তুলে ধরতে। এ জন্য আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তোমাদেরকে দিয়ে বীজ বপন করবো, তোমরাই হবে অগ্রদূত ইনশাআল্লাহ।”
উপদেষ্টা অনুষ্ঠানে মেয়েদের থেকে ছেলেদের কম দেখছি উল্লেখ করে বলেন, “তোমরা দেখেছো ২৪ জুলাই গণঅভ্যুত্থান হলো, এর পিছনে মেয়েরাই ছিল অগ্রভাগে। ৭১ এ মুক্তিযুদ্ধের সময় এবং ২৪ জুলাই গণঅভ্যুত্থানেও রাজপথে ছিলাম। অনেকে রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, পঙ্গুত্বের শিকার হয়েছে, শহিদ হয়েছে। তোমরা আমাদের যে দায়িত্ব দিয়েছো বিশেষ করে আমার যে দুটো মন্ত্রণালয় সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে মহিলা ও শিশু এবং অসহায় দরিদ্র মানুষের কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছি।”
তিনি বলেন, “মূলধারার বিশ্ববিদ্যালয়ে ছেলে-মেয়েদের বিজ্ঞানের যুগে প্রযুক্তিবিদ্যা, বিজ্ঞান ও প্রযুক্তি দিয়ে মেধার বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তিগত বিজ্ঞান চর্চার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে দেশকে বিশ্বের কাছে তুলে ধরতে হবে।”
এ সময় আরো বক্তব্য রাখেন- আইইউবি’র ভাইস চ্যান্সেলর প্রফেসর এম তামিম, আইইউবি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দিদার এ হোসেন, আইইউবি গবেষণা কেন্দ্রের পরিচালক মোহাম্মদ ফয়সাল উদ্দিন প্রমুখ।
পরে সন্ধ্যায় তিনি প্রবাস মেলা পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংবাদপত্র প্রবাস মেলার ১১তম বর্ষে পদার্পণ উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ঢাকা/এএএম/ইমন