ঢাকা     বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ২ ১৪৩১

জুলাই ঘোষণাপত্র নিয়ে বিকেলে সর্বদলীয় বৈঠক

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ১৬ জানুয়ারি ২০২৫   আপডেট: ১১:৫৪, ১৬ জানুয়ারি ২০২৫
জুলাই ঘোষণাপত্র নিয়ে বিকেলে সর্বদলীয় বৈঠক

ফরেন সার্ভিস একাডেমি। ফাইল ফটো

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে, গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছিলেন, বৃহস্পতিবারের সর্বদলীয় বৈঠকে ঠিক হবে জুলাই ঘোষণাপত্রে কী থাকবে। কবে ঘোষণাপত্র জারি করা হবে এবং সরকার কীভাবে এতে ভূমিকা রাখবে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটিকে দেওয়া সময়সীমা গতকাল শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে গত রাতে রাজধানীর বাংলামোটরে নিজ কার্যালয়ে বৈঠক করেছেন দুই সংগঠনের নেতারা।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তারা জানান, প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধি দল।

ঢাকা/হাসান/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়