ঢাকা     শুক্রবার   ১৭ জানুয়ারি ২০২৫ ||  মাঘ ৩ ১৪৩১

সড়ক-ফুটপাতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৮, ১৬ জানুয়ারি ২০২৫  
সড়ক-ফুটপাতে ডিএনসিসির উচ্ছেদ অভিযান, লাখ টাকা জরিমানা

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন সব রাস্তা ও ফুটপাতে অবৈধভাবে গড়ে তোলা দোকান, স্থাপনা ও জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টিকারী নির্মাণাধীন ভবনের মালামাল ইত্যাদি উচ্ছেদে একযোগে ডিএনসিসির দশটি অঞ্চলে অভিযান শুরু হয়েছে। গত ১১ জানুয়ারি হতে টানা ডিএনসিসির দশটি অঞ্চলে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। জনদুর্ভোগ নিরসনে এই অভিযান চলমান থাকবে।

গত ১১ জানুয়ারি থেকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পর্যন্ত সাত দিনে ডিএনসিসির দশটি অঞ্চলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করা হয়। এছাড়া ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে নির্মাণসামগ্রী রেখে মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করায় মোট ২০টি মামলায় ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আরো পড়ুন:

ঢাকা/এএএম/এসবি

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়