ঢাকা     শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ১২ ১৪৩২

বিস্ফোরণে কাজী নজরুল ইসলামের নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

প্রকাশিত: ১৩:৩৬, ১৮ জানুয়ারি ২০২৫  
বিস্ফোরণে কাজী নজরুল ইসলামের নাতি দগ্ধ, আইসিইউতে ভর্তি

ঢাকার বনানীতে গ্যাস লাইটার বিস্ফোরণে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধ হয়েছেন। অবস্থা গুরুতর হওয়ায় তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) সকাল পৌনে ৭টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। 

বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানান, তাকে দগ্ধ অবস্থায় লোকজন ভোরে হাসপাতালে নিয়ে আসে। শরীরের ৭৪ শতাংশ দগ্ধ হওয়ায় তাকে আইসিইউতে রাখা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাবুল কাজীর বড় বোন খিলখিল কাজী জানান, বাবুলের ধূমপানের অভ্যাস ছিল। ভোরে ধূমপান করার জন্য গ্যাস লাইটার জ্বালাতেই বিস্ফোরণ ঘটে।

ঢাকা/ইভা 


সর্বশেষ

পাঠকপ্রিয়