ঢাকা     বুধবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ||  মাঘ ২২ ১৪৩১

সীমানা পেরিয়ে বাংলাদেশিকে খুন: যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৮, ২৭ জানুয়ারি ২০২৫   আপডেট: ১৮:৩১, ২৭ জানুয়ারি ২০২৫
সীমানা পেরিয়ে বাংলাদেশিকে খুন: যা বলছে পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম (ফাইল ফটো)

ভারতের কয়েকজন নাগরিক আন্তর্জাতিক সীমানা রেখা অতিক্রম করে বাংলাদেশে ঢুকে এক ব্যক্তিকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে। এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সঙ্গে আলোচনার চেষ্টা করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম।

সোমবার (২৭ জানুয়ারি) নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, “আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি। আমরা যতটুক দেখেছি, এটা অনেকটা পারিবারিক দ্বন্দ্বের মতো। কিন্তু, এখানে সীমানা লঙ্ঘনের ঘটনা রয়েছে এবং বিজিবি বিএসএফের সঙ্গে আলোচনার চেষ্টা করেছে। আমাদের কাছে আর বিস্তারিত তথ্য নেই।”

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উইং খোঁজ-খবর নিচ্ছে বলে জানিয়েছেন রফিকুল আলম।

আরো পড়ুন:

প্রসঙ্গত, রোববার (২৬ জানুয়ারি) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের মুরইছড়া সীমান্তে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত আহাদ আলী ওই ইউনিয়নের মুরইছড়া বস্তি এলাকার ইউসুফ আলীর ছেলে।

ঢাকা/হাসান/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়