‘শিক্ষকদের গ্র্যাচুইটির টাকা দুর্বল ব্যাংকে রেখে লোপাট করেছে বিগত সরকার’
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। ফাইল ছবি
বিদায়ী সরকারের আমলে শিক্ষকদের গ্র্যাচুইটির ৬ হাজার কোটি টাকা দুর্বল ব্যাংকে রেখে লোপাট করা হয়েছে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সেই সঙ্গে প্রভাবশালীরা নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ব্যাংকঋণ পেলেও সাধারণ উদ্যোক্তারা পাননি বলেও জানান তিনি। এটি অর্থনৈতিক বৈষম্যের বড় উদাহরণ বলেও মন্তব্য করেন পরিকল্পনা উপদেষ্টা।
বুধবার (২৯ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও-এ বিবিএস মিলনায়তনে চতুর্থ অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অর্থনৈতিক সংক্রান্ত টাস্কফোর্সের সভাপতি ড. কে এস মুর্শিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বক্তব্য রাখেন প্রকল্পটির প্রকল্প পরিচালক এস এম শাকিল আখতার।
এ সময় ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, দেশে এখন রেমিট্যান্স প্রবাহের গতি ভালো রয়েছে।
তিনি বলেন, ‘‘দেশের উদ্যোক্তাদের ঋণ দেওয়া হয় না, অথচ ব্যাংক থেকে হাজার কোটি টাকা লুট হয়ে গেছে। গ্রাম ও শহরে উদ্যোক্তার অভাব নেই। মনে হয় বাংলাদেশ উদ্যোক্তাদের দেশ। কিন্তু উদ্যোক্তাদের মূলধন নেই।’’
পরিকল্পনা উপদেষ্টা আরো বলেন, ‘‘দেশের উদ্যোক্তাদের অর্থায়ন করলে অনেক কর্মসংস্থান হবে। এদের ঋণ ও টাকা দেওয়া হয় না। অথচ হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট হয়েছে। ব্যাংকও খালি হয়ে গেছে। ব্যাংক থেকে এসব টাকা চলে গেছে।’’
কিছু প্রতিষ্ঠান বন্ধ হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘‘রাতারাতি ধনী হওয়া কিছু ব্যাংক বন্ধ হয়ে গেছে। নামকরা এসব প্রতিষ্ঠানের শুধু ঋণ আর ঋণ, বাস্তবে কিছুই নেই। সরকার নিজের টাকা খরচ করে এসব প্রতিষ্ঠানের শ্রমিকদের বেতন দিচ্ছে। রাতারাতি ধনী হওয়া প্রতিষ্ঠানের অনেক শ্রমিককে আমরা আন্দোলন করতে দেখছি।’’
ঢাকা/হাসান/এনএইচ